আগুনে সব হারিয়ে খোলা আকাশের নিচে কল্যাণপুর বস্তির কয়েকশ পরিবার। এর আগে ৯ বার আগুনে নিঃস্ব হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ বস্তিবাসী। এখনো কোনো সহযোগিতা না পাওয়ার দাবিও তাদের।

কল্যাণপুরে আগুনে সব হারিয়ে খোলা আকাশের নিচে বস্তিবাসীরা
কল্যাণপুরে আগুনে সব হারিয়ে খোলা আকাশের নিচে বস্তিবাসীরা

তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন এক মুহূর্তের আগুনে রূপ নিয়েছে ধ্বংসস্তূপে। রোববার রাতের আগুনের লেলিহান শিখা শুধু যে আশ্রয় পুড়িয়েছে তা নয়, পুড়িয়েছে জীবনের শেষ সম্বলটুকুও। সব কিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে বিলাপ করছেন রাজধানীর কল্যাণপুরের বেলতলা বস্তির খেটে খাওয়া প্রায় দুইশ পরিবার।

আগুনের পর ঘরহারা এসব মানুষের আশ্রয় হয়েছে পাশের খোলা মাঠে। কেউ কেউ সামান্য কিছু আগুন থেকে রক্ষা করতে পারলেও অধিকাংশ মানুষ হারিয়েছেন সর্বস্ব। কেউ হারিয়েছেন টাকা, কেউ বা মূল্যবান সম্পদ। সেই আগুনের ধ্বংসস্তূপে খুঁজে ফিরছেন কিছু পাওয়ার আশায়।
 
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সবকিছু, সবশেষ হলেও বইয়ের কষ্ট যেন ভুলতেই পারছে না এ বস্তিতে বসবাস করা শিক্ষার্থীরা। বইয়ের সঙ্গে নিজের স্বপ্ন পুড়ে গেছে বলে কান্না করে যাচ্ছে দশম শ্রেণির ছাত্রী রাজিয়া আক্তার।
 
আর বস্তিবাসীরা বলছেন, রোববারের অগ্নিকাণ্ডের ঘটনা গ্যাস সিলেন্ডার থেকেই ঘটেছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কেউ পাননি সরকারি কোনো সাহায্য সহযোগিতা। সকাল থেকে আগুনে পোড়া বস্তি পরিদর্শনে কর্তৃপক্ষের কেউ আসেননি।
 
রোববার রাতে রাজধানী কল্যাণপুরের বেলতলা এলাকার ৯ নম্বর বস্তির আগুনে প্রায় ২০০ ঘর পুড়ে গেছে। রাতেই ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Post a Comment